২০২১ শিক্ষাবর্ষে অত্র প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাথমিক ও মাধ্যমিক শাখায় শিক্ষার্থীদের মধ্যে যে সকল শিক্ষার্থী হাফ ফ্রি/ফুল ফ্রি সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে ইচ্ছুক তাদেরকে আগামী ০৫/০৫/২০২১খ্রি. থেকে ২৫/০৫/২০২১খি. তারিখের মধ্যে স্ব স্ব শ্রেণি শিক্ষকের থেকে / অফিস থেকে /ওয়েবসাইড থেকে ফরম সংগ্রহ করে পূরনকৃত ফরম স্ব স্ব শ্রেণি শিক্ষকের নিকট জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হল। এখানে উল্লেখ্য যে, আবেদনকারী শিক্ষার্থীদের ভর্তি-কার্যক্রম সম্পন্ন থাকতে হবে এবং মার্চ ২০২১ পর্যন্ত প্রতিষ্ঠানের সকল পাওয়া পরিশোধ থাকতে হবে।

Posted: May 25, 2021 12:22 PM